আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৩৩

যশোরে ২৪ হাজার ৫৯১ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করা হবে

চলতি বছর জেলার ৮ উপজেলায় চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ২৪ হাজার ৫৯১ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। সরকার নির্ধারিত মূল্যে ৪০ টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে। চুক্তিবদ্ধ মিল মালিকরা সরকার নির্ধারিত এ দামে সরকারি খাদ্য গুদামে চাল বিক্রির সুযোগ পাচ্ছেন।
যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর যশোর সদর উপজেলায় ৬ হাজার ২২ মেট্রিক টন চাল,শার্শা উপজেলায় ৫ হাজার ৭৬৭ মেট্রিক টন, অভয়নগর উপজেলায় ৫ হাজার ৪৬৩ মেট্রিক টন, মনিরামপুর উপজেলায় ১ হাজার ৬৬ মেট্রিক টন, কেশবপুর উপজেলায় ৬৮৪ মেট্রিক টন,ঝিকরগাছা উপজেলায় ১ হাজার ৭৮২ মেট্রিক টন,চৌগাছা উপজেলায় ১ হাজার ২৬৫ মেট্রিক টন এবং বাঘারপাড়া উপজেলায় ২হাজার ৫৪২ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুর রহমান জানান, সরকার নির্ধারিত মূল্যে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান চলমান রয়েছে। এ বছর চালের প্রতি কেজির মূল্য ৪০টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->