আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:০৭

যশোরে ২ হাজার পিছ ইয়াবা সহ নারী গ্রেফতার

যশোরে র‌্যাব অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ হোসনে আরা নামে এক নারীকে আটক করেছে। মঙ্গলবার সকালে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। আটক হোসনে আরা কুমিল্লার মতলব উপজেলার মিজিবাড়ি গালিমখা এলাকার মৃত খলিল ব্যাপারীর মেয়ে। বর্তমানে তিনি চট্টগ্রামের চাঁদগাও উপজেলার চররাঙ্গামাটিয়ার ওসমান সিকদার রোডের জনৈক তাহেরের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে মাদক নিয়ে আসছে এক যাত্রী। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের একটি দল যশোর শহরের খাজুরা বাসস্টান্ডে অবস্থান নেয়। এ সময় শ্যামলী পরিবনের একটি বাস কাউন্টারের সামনে এসে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হোসনে আরা নামে একজন যাত্রী কৌশলে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাথে সাথে তাকে আটক করে র‌্যাব। এরপর তার কাছে থাকা ভ্যানেটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২টি পলিপ্যাকে রাখা মোট ১ হাজার ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে হোসনে আরা স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যশোরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। এ ঘটনায় র‌্যাব-৬ সিপিসি-৩ এর ডিএডি আবু তাহের আটক নারীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতয়ালি থানায় মামলা করেছেন। বিকেলে হোসনে আরাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শীর্ষ সংবাদ

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত