৯৮৩ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৭,৩০০/-টাকা সহ দুজনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় এর নির্দেশে মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে ০৫ অক্টোবর ২০২০ ইং সন্ধ্যায় এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন, সংগীয় এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম, পিপিএম ও সংগীয় ফোর্স সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে যশোর কোতয়ালী মডেল থানাধীন খাজুরা বাসষ্ট্যান্ড সংলগ্ন যশোর শিশু হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ ইমদাদ হোসেন ইমন(৪২), পিতা-মৃত. মোশারফ হোসেন মধু, সাং-২৩৪ সুদী আব্দুল বারী সড়ক, পশ্চিম খাবাসপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, কে ৯৮৩ (নয়শত তিরাশি) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার পূর্বক উক্ত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিক্রেতা মোঃ সোহরাব হোসেন(৪১), পিতা-মোঃ মোতাহার হোসেন, সাং-সুজলপুর(৩নং পাড়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর কে তার বসতবাড়ী হতে গ্রেফতার করেছে। আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী।