আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩৬

যশোরে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে অপহৃত যুবক উদ্ধার

যশোরের ‘যশোর আবাসিক হোটেল’ এ পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে।

 

মঙ্গলবার রাত ১০ টায় এএসপি বেলাল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে সনু নামের এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সনু শহরের ডোমপট্টির বিনোদের ছেলে।

 

জেস টাওয়ারের একটি দোকানের কর্মচারী তিনি। এ সময় হোটেল ম্যানেজার মজনুকে আটক করে পুলিশ।

 

মা ও মামা জানান, সনু মঙ্গলবার সকাল ১০ টায় বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন তারা। এরমধ্যে মোবাইল ফোনে তাদের কাছে কল করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে কে বা কারা। বিষয়টি তারা পুলিশকে অবগত করেন। তারা দাবি করেন, সুমন নামের এক যুবকের নেতৃত্বে সনুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

 

এদিকে, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে ভিকটিম সনু শহরের দড়াটানার যশোর আবাসিক হোটেলে অবস্থান করছেন। তাৎক্ষণিক কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ও ডিবির ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। হোটেলের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় সনুকে দেখতে পান তারা। পরে তালা খুলে তাকে উদ্ধার করে পুলিশ। একইসাথে হোটেল ম্যানেজার মজনুকে আটক করেন তারা।

 

সনু পুলিশকে জানান, তাকে সুমনসহ কয়েকজন হোটেলে এনে ব্যাপক মারপিট করে টাকা দাবি করে।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, অপহরণের খবর শুনেই পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। সর্বশেষ জানা যায়, যশোর হোটেলে সনুকে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি।

আরো সংবাদ