আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৫:২৩

যশোর আদালতে মাদক সম্রাট প্রিয়ার ব্যাপক মাস্তানি।

যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে দুই আসামির স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় এক যুবককে ছুরিকাঘাতের চেষ্টাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে। এঘটনায় পর আদালত চত্তরে উত্তেজনা বিরাজ করে। শক্ত অবস্থান নেয় পুলিশ। এ ঘটনায় একটি পক্ষ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন রমজান হত্যা মামলার ধার্য তারিখে কারাগার থেকে আদালতে আনা হয় কলাবাগান পাড়ার সন্ত্রাসী পিচ্চি রাজা ও তুহিনকে। তারা হাজত খানায় ছিলো। অন্যদিকে বাইরে অবস্থান করছিলো তাদের পক্ষের লোকজনেরা। তুহিনের পক্ষ দাবি করে রমজান হত্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে পিচ্চি রাজার পক্ষের লোকজন এর বিরোধীতা করতে থাকে। মুলত এই নিয়ে গোলোযোগের সূত্রপাত হয়। এরমাঝে তুলকালাম কান্ড ঘটিয়ে ফেলে পিচ্চি রাজার অনুসারি রেলগেট রায়পাড়ার চিহিৃত মাদক কারবারী প্রিয়া খাতুন। এসময় তুহিনের স্ত্রী আখির সাথে বাগবিদন্ডা থেকে মারামারিতে রুপ নেয়। একপর্যায় প্রিয়ার সাথে যুক্ত হন জয় ও শিলা বেগমসহ অন্যরা। এসময় প্রিয়া লাথি মেরে হাজতখানার সামনের গেট ভাঙার চেষ্টা করে। অন্যদিকে, হাজতখানার ভেতর থেকেই তুহিন ও পিচ্চি রাজা চিৎকার করে বাইরের অনুসারিদের নানা ধরণের নির্দেশনা দেন। পরে পুলিশ এসে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করে।

এদিকে, এ ঘটনায় কোতয়ালি থানায় তুহিনের স্ত্রী আখি খাতুন লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ পিচ্চি রাজা মুলত আদালতে দেয়া জবানবন্দিতে তুহিনকে ফাঁসিয়েছে। কেন তার স্বামীকে ফাঁসানো হয়েছে তার কৈয়ফত চেয়েছিলেন। একারণেই তাকে মারপিট করা হয়েছে। আখি তাকে প্রকাশ্যে গলা টিপে হত্যার চেষ্টা করেছে। অন্যদিকে জয় তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন বলেন, হাজতখানার বাইরে আসামির স্বজনেরা চিৎকার চেচামেচি করেছে। এসময় তাদের মধ্যে গোলোযোগ হতে পারে। তবে, হাজতখানার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, আদালতে পর্যাপ্ত পুলিশও ছিলো। এতে কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ রাত সোয়া ৯টার টার দিকে বাড়ির সামনের বাবুর চায়ের দোকানের সামনে রমজানকে পিচ্চি রাজা বাহিনী প্রকাশ্যে হত্যা করে। এ মামলায় তাকে আটক করা হয়। এছাড়া তুহিনও এ মামলায় কারাগারে আটক রয়েছেন।

আরো সংবাদ