আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৭

যশোর আরবপুর থেকে গাঁজা গাছ সহ ১ জন আটক।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুটি গাঁজা গাছসহ এক যুবক গ্রেফতার হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) আরবপুর বিমানবন্দর সড়কে গোড়াপাড়া মন্দির সংলগ্ন এলাকা  থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরআগে চৌগাছার একটি কলাবাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার হয়েছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শুভংকর দাস (২২)। তিনি ওই এলাকার শংকর দানের ছেলে।

সংম্থাটির উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় শুভংকর দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->