আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪১

যশোর ইন্সটিটিউট নির্বাচন : বিজয়ী লিটু – সেলিম প্যানেল।


নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর ইনস্টিটিউটের ত্রিবার্ষিক নির্বাচনে ডাঃ আবুল কালাম আজাদ লিটু ও কবি কাসেদুজ্জামান সেলিম প্যানেল বিজয়ী হয়েছেন। আজ শুক্রবার সকালে তিনটি কেন্দ্রের ছয়টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকাল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে প্রতিষ্ঠানটির তিন হাজার ৯৫ জন ভোটারের মধ্যে দুই হাজার ৪৯২ জন ভোটারাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনকে সামনে রেখে ইনস্টিটিউট চত্বরে সাঁজ সাঁজ অবস্থা তৈরি হয়। দুই প্যানেলের ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো এলাকা। সকাল থেকে ভোটচত্বরে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের কাছে ভোট চান।

প্রতি তিন বছর পর পর যশোর ইনস্টিটিউটের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২০১৮ সালে আইনী জঠিলতার কারণে আদালতের নির্দেশে ভোটের আগের দিন নির্বাচন স্থগিত করা হয়। তাই এবারের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ একটু বেশি।

এদিকে, জয়ী হয়ে আগামী তিন বছর যশোর ইনস্টিটিউটকে সামনে এগিয়ে নিতে নিজেদের পরিকল্পনা তুলে ধরে গত ৩ মার্চ প্রেসক্লাব যশোরে ইশতেহার ঘোষণা করে ‘পরিবর্তন ও উন্নয়ন সমিতি’ প্যানেল। আর ৯ মার্চ নিজেদের ইশতেহার ঘোষণা করে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ প্যানেল।

এর আগে গত ৮ ডিসেম্বর যশোর ইনন্সিটিউটের ত্রিবার্ষিক নির্বাচননের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেয়া হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ৬ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত