জানা যায়, যশোর উপশহর ৭ নং ওয়ার্ড এর ২১১ নং বাড়ি থেকে ২২০ নং বাড়ি পর্যন্ত লকডাউন ঘোষনা করছে উপজেলা প্রশাসন। ই-ব্লকের-২১৪ নং বাড়ি নিবাসী লুৎফর রহমান(৭৩) এবং তার বড় ছেলে পলাশ(৪৭) করোনায় আক্রান্তের কারনে উক্ত এলাকা লকডাউন দেওয়া হয়ছে। লুৎফার রহমান কিছুদিন আগে হার্ডের সমস্যার কারনে যশোর সদর হসপিটালে ভর্তি হন সেখান থেকেই লুৎফর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন বলে তার পরিবার ধারনা করছে এবং অসুস্থ লুৎফার রহমানের বড় ছেলে তার পিতার সাহায্যের কারনে করোনায় আক্রান্ত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ তারিখ রাতে লুৎফার রহমান ও তার বড় ছেলেকে সম্মিলিত সামরিক হসপিটালে নেওয়া হয়ছে।
লুৎফর রহমানের বাসায় যে মেয়ে কাজ করত স্থানীয় মেম্বার খায়রুল বাশার তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন।
ই-ব্লকের ২১১- ২২০ নং বাড়ির কেউ জরুরি প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না। গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পাহাড়ায় থাকবেন। পুলিশ ও সেনাবাহিনী মাঝে মাঝে টহল দেবে।