আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:০৯

যশোর উপশহরে ছুরিকাঘাতে যুবক আহত

যশোর শহরের উপশহর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের নিউ মার্কেট ই-ব্লকে এই ঘটনা ঘটে।

আহত যুবক নিউ মার্কেটের ই-ব্লকের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে রাতুল প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে হাঁটতে বের হলে রাতুলের উপর অতর্কিত হামলা চালায় একই এলাকার এফ-ব্লকের বাসিন্দা সাবাব (২০) ও তাহসিন (২০)। তারা রাতুলের বাম উরুতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

রাতুলের সঙ্গে থাকা বন্ধু রিক দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রাতুল পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->