আজ - শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:৫২

যশোর এমএম কলেজ ছাত্রী ধ র্ষনের অভিযোগে একই কলেজের ছাত্র আটক।

যশোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আফনান তাহসিন স্বপ্নীলকে আটক করেছে পুলিশ। বুধবার যশোর শহরের শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়। স্বপ্নীল বেনাপোল পোর্ট বড় আচঁড়া গ্রামের আজমত আলীর ছেলে। এবং যশোর এমএম কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় ভিকটিম একই কলেজের এক শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি যশোর এমএম কলেজের লেখাপাড়ার সুবাদে শহরের একটি মেসে থাকেন। স্বপ্নীলও শহরের একটি মেসে থাকে। কলেজ ক্যাম্পাসে স্বপ্নীলে সাথে পরিচয় এবং প্রেম হয়। গত ৪ এপ্রিল রাত ১১টার দিকে স্বপ্নীল ফোন দিয়ে বলে তার আম্মা অসুস্থ। তাকে দেখভালের জন্য বাড়িতে কেউ নেই। তাকে আসতে বলেন স্বপ্নিল। তিনি মানবিক কারনে পরদিন সকালে ট্রেনে করে বেনাপোলে যান। যেয়ে দেখেন তার মা কিছুটা অসুস্থ। ওইদিন রাত ১১টার দিকে স্বপ্নীল সোফার রুম থেকে কৌশলে তার রুমে নিয়ে যায়। এবং রুমে নিয়ে দুইদফা ধর্ষণ করে। পরদিন সকালে স্বপ্নীলের মাকে বললে তিনি মানসম্মানের ভয়ে ঘটনাটি চেপে যেতে বলেন। আরো বলে যেহেতু বিয়ে হবে। সেকারনে এখন কাউকে কিছু বলার দরকার নেই।

১০ এপ্রিল দুপুরে সরি বলার জন্য স্বপ্নীল তাকে তার রুমে ডেকে নিয়ে যায়। এবং বলে তার সাথে যা কিছু হয়েছে তা ভিডিও করে রাখা হয়েছে। কিছু বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। এই বলে ফের ধর্ষণ করে। তিনি বিষয়টি ফের স্বপ্নীলের মাকে বলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। ১৫ এপ্রিল ফের তিনি তার মেসে গিয়ে বিয়ে করার জন্য চাপ দেন। কিন্তু মেস মালিকসহ বেশ কয়েকজনের সামনে তাকে মারপিট করে তাড়িয়ে দেয়া হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, মামলা হওয়ার পর গত বুধবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে স্বপ্নীলকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত