আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:০৪

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে মগরেব আলী (৫৯) নামে এক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামির মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মৃত রবজেল মণ্ডলের ছেলে। ২০১১ সালের ১৮ ডিসেম্বর থেকে তিনি যশোর কারাগারে সাজা ভোগ করছিলেন।

কেন্দ্রীয় কারাগারের জেল সুপার তুহিন কান্তি খান জানান, চুয়াডাঙ্গা জেলা দায়রা জর্জ আদালত ২০২১ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতনের দায়ে মগরেব আলী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

এরপর একই বছরের ১৮ ডিসেম্বর থেকে তাকে চুয়াডাঙ্গা থেকে যশোর কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে তিনি এখানেই সাজা ভোগ করছেন।

এখানে আসার পর থেকেই ওই কয়াদী অসুস্থ ছিলেন। দীর্ঘদিন তাকে বিভাগীয় কারা হাসপাতালে চিকিৎসা শেষে কিছুদিন আগে কারাগারে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে ওই কয়াদী বুকে ব্যাথা অনুভব করেন।

পরে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত