আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:০২

যশোর কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে বুধবারও যশোর কালেক্টরেট অফিসে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সদস্যরা কর্মবিরতি পালন করেছে।

এ সময় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও যশোর শাখার সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক  শরিফুল ইসলাম, সহসভাপতি এস এম আতিয়ার রহমান, শেখ জালাল উদ্দীন, শামসুন্নাহার রুবিনা আক্তার, আব্দুল আলিম, ইশারত আলী প্রমুখ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও যশোর শাখার সভাপতি ফিরোজ আহমেদ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত