আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৬

যশোর কাশিমপুর থেকে পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা রাতে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যায়
শাকিল হোসেন দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু হাসনাত খান বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে একটি পিস্তল রান্না ঘরের মধ্যে পুতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। এসময় তিনি নিজেই উপস্থিত ছিলেন।
তবে কি ধরনের পিস্তল তা এখনি বলা মুশকিল।
তবে এলাকাবাসীর ভাষ্যমতে এটি বিদেশি পিস্তল হবে।

শাকিলের মা সখিনা বেগম জানান,
আমার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আমার রান্না ঘরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটা পিস্তল উদ্ধার করে পুলিশ। তিনি আরো জানান, এক সপ্তাহ আগে আমার ছেলে রান্না ঘরে পিস্তলটি পুঁতে রাখে যা আমি নিজে দেখতে পাইলাম তখনি। কিন্তু আমাদের মারপিট করার ভয়ে কাউকে কিছু বলিনি।
এ বিষয়ে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ শাকিল এলাকায় চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়ায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->