যশোর কেন্দ্রীয় কারাগারের মেজবাহ উদ্দিন (৫৪) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তিনি কারাগারে মাথা ঘুরে পড়ে যান। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেজবাহ উদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া থানার শাবলা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তার কয়েদি নম্বর-৮০৭৫/এ।
মেজবাহ উদ্দিন চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। নিয়মিত ওষুধ চলছিল। মানসিক দুশ্চিন্তার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়েন মেজবাহ উদ্দিন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, মেজবাহ উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।