আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:০০

যশোর কেশবপুরে ইয়াবা গাজা সহ মাদক ব্যবসায়ী নার্গিস আটক।

যশোরের মণিরামপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নার্গিস বেগম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে কেশবপুর সেনা ক্যাম্পের সেনাসদস্য ও মণিরামপুর থানা পুলিশ মণিরামপুর উপজেলার ঝাঁপা বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় নার্গিস বেগমের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে ৪৬৭ পিছ ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬৫৪০ টাকা, ১ টি মোবাইল ফোন, ৩টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়৷

আটক নার্গিস বেগম ঝাঁপা গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। অভিযানের সময় তার স্বামী সাইদুর রহমান সেনা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়ও জানিয়েছেন। অভিযানে আটক নার্গিস ও মাদক দ্রব্য মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মণিরামপুর থানায় আটক নার্গিসের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি তদন্ত বদরুজ্জামান জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->