
যশোরের কেশবপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকের ধাক্কায় আবুল কাশেম (৭৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে যশোর-চুকনগর মহাসড়কের মধ্যকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।