আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৯

যশোর কোতয়ালী ও অভয়নগর থানার ওসি বদলি

যশোর কোতয়ালি থানা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বদলী করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান অভয়নগর থানায় এবং অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে কোতয়ালি থানায় বদলী করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপারের এক আদেশে ওই বদলী হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে উর্ধ্বতন কোন কর্মকর্তা এই বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেলা পুলিশের স্বাভাবিক কাজকর্মে কিছু রদবদল হয়েছে। তাছাড়া কোতয়ালি থানার ওসি’র ও বদলীর সময় হয়ে গেছে। সে কারণে তাকে বদলী করা হয়েছে।

এ বিষয়ে অভয়গর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, ‘মঙ্গলবার এই ধরনের বদলীর সংবাদ শুনেছি। কিন্ত কোন আদেশ হাতে পায়নি। ফলে অফিসিয়ালি কোন মন্তব্য করতে পারছি না।’

আরো সংবাদ