আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৩

যশোর চাঁচড়ায় চা দোকানীকে কুপিয়ে হত্যা চেস্টা।

যশোর শহরের চাঁচড়ায় গভীর রাতে জয়নাল (৪৫) নামে এক চা দোকানীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে এলাকার চিহিৃত মাদক কারবারী ও অস্ত্র ব্যবসায়ী চক্রের হোতা নাদিমের ছেলে রাহুল ও শুকুর আলী। আজ বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নেয়ার সময় অতর্কিত ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এ সময় স্থানীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

আহত জয়নাল ভাতুড়িয়ার মধ্যপাড়ার মৃত জামসেদ মোড়লের ছেলে। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। দোকানে মাদক ও অস্ত্র রাখতে বাধা দেয়ায় ক্ষিপ্ত ছিল অভিযুক্ত রাহুল ও শুকুর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়ে কিন্তু কারোর বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ