আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৩৪

যশোর চুড়ামনকাঠি ট্রেনের ধাক্কায় নিহত-২

যশোর চৌগাছা সড়কের চুড়ামন কাটি রেল ক্রসিংয়ে আজ ভোর সাড়ে পাঁচটায় ট্রেনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন । নিহতদের নাম পারভেজ ও নাজমুল। তারা ঐ ট্রাকের ড্রাইভার ও হেলপার।

 মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাকে তারা যশোর আসছিলেন। রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।

আরো সংবাদ