আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:২৫

যশোর চুড়ামনকাঠি থেকে যুবক নিখোজ।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সারের দোকানের কর্মচারী শামীম হোসেন গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। শামীম পোলতাডাঙ্গা গ্রামের শহিদুর রহমানের ছেলে। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) হয়েছে।

নিখোঁজ শামীমের পিতা শহিদুর রহমান জানান, তার ছেলে চুড়ামনকাটি বাজারের জব্বার সুপার মার্কেটের মেসার্স শামসুল আলমের সারের দোকানের একজন কর্মচারী। ৬ নভেম্বর রাত ৮ টার দিকে দোকানের কাজে যশোর শহরের উদ্দেশ্যে যান। এরপর থেকে শামীম নিখোঁজ রয়েছে। তার মুঠোফোনের নম্বরও বন্ধ। ছেলে নিখোঁজের ঘটনায় ৭ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে।

শহিদুর রহমানের ধারণা, দোকান মালিক শামসুল আলমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে শামীমের সন্ধান মিলতে পারে। কেননা দোকানের ৫ লাখ ৬০ হাজার টাকার হিসেবের গড়মিল নিয়ে শামসুল আলমের সাথে শামীমের মনোমালিন্য চলছিলো। ইতিমধ্যে তিনি ১ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেছেন। বৃহস্পতিবার রাতে তার ছেলে (শামীম) দোকান মালিক শামসুল আলমের ডাকে শহরে গিয়েছিলেন।

আরো সংবাদ