আজ - রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:০১

যশোর চুড়ামনকাঠি সড়কে গেলো স্কুল ছাত্রীর প্রান।

যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত উর্মি কাশিমুপর ইউনিয়নের বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। দুর্ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে।

স্বজনরা জানিয়েছেন, চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিলো উর্মি। বুধবার দুপুর ১২ টার দিকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া রূপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। বাজারের লোকজন উর্মিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।

এদিকে, উর্মির মৃত্যুর খবরে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা চুড়ামনকাটি বাজারে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে। ১ ঘন্টারও বেশি সময় চলা অবরোধের কারণে সড়কের দুই ধারে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সঠিক বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হয়ে বাসটি জব্দ করি। তবে চালক পালিয়ে গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত