আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:২৫

যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ড লকডাউন

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ড লকডাউন করা হয়েছে। চিকিৎসক, সেবিকাসহ তিনজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রোববার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে দেখা গিয়েছে ১৪টি নমুনার মধ্যে চিকিৎসক, রোগীসহ ৭জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অফিসার ডা. আরিফ আহম্মেদ।
এদিকে যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সেলিম রেজা জানান, শনিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ১৪টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে সাতজন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, দুইজন ভর্তি রোগী এবং চারজন বহিঃবিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।


এদিকে সাতজন করোনা আক্রান্তের বিষয়টি হাসপাতালময় ছড়িয়ে পড়লে সকল স্টাফদের মধ্যে আতংক ছড়িয়ে যায়। পরে হাসপাতালে জরুরি সভা করেন কর্তৃপক্ষ।


আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ জানান, হাসপাতালে এক চিকিৎসকসহ ৭জন আক্রান্ত হওয়ায় একটু ভয়তো থাকবে। তিনি আরও জানান, মেডিসিন ওয়ার্ড তিনদিনের জন্য লকডাউন করা হয়েছে। এবং চিকিৎসকসহ তিন জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া করোনারী কেয়ার ইউনিট ধুয়ে জীবাণুমুক্ত করে সেখানে রোগী রাখার ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত