আজ - শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:১৮

যশোর জেনারেল হাসপাতালে এক সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে মৃত্যু কমেছে। শনিবার (১০ জুলাই) থেকে রবিবার (১১ জুলাই) সকাল পর্যন্ত এই হাসপাতালে মোট সাত জন মারা গেছেন। তাদের মধ্যে ছয় জন করোনায় এবং এক জনের উপসর্গে মৃত্যু হয়েছে। 

রবিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত এক সপ্তাহে যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা দশের ওপরে ছিল। গত ৪ জুলাই ১৭ জন (করোনায় সাত), ৫ জুলাই ১১ জন (করোনায় ছয়), ৬ জুলাই ১২ জন (করোনায় ছয়), ৭ জুলাই ১৪ জন (করোনায় ছয়), ৮ জুলাই ১১ জন (করোনায় ছয়), ৯ জুলাই ১২ জন (করোনায় সাত) ও ১০ জুলাই ১২ জনের (করোনায় ১০) মৃত্যুর খবর পাওয়া যায়।  

ডা. আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপা তালের রেড জোনে ৩৩ জন ভর্তি হয়েছেন। এই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ১৬৮ জন। এছাড়া ইয়েলো জোনে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা মৃতদের পাঁচ জনই নারী। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া একজনও নারী। তাদের বয়স ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।  

ডা. আরিফ বলেন, গত ২৪ ঘণ্টার মৃতের সংখ্যা দেখে বলা যাবে না যে পরিস্থিতি উন্নতির দিকে। যদি ধারাবাহিকভাবে মৃত্যুর সংখ্যা কমতে থাকে, তবেই বলা যাবে পরিস্থিতি ভালো। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত