আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:১১

যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি মিলন কে যশোর জেলে প্রেরন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে যশোরের একটি মামলা আটক দেখিয়ে তাকে কারাগারে নেয়া হয়েছে বলে জানাগেছে। তিনি শহরের ঘোপ পিলুখান রোডের মৃত একেএম আবুল কাশেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান জানান, গত বছর ৩ অক্টোবর রাতে ডিএমপি পুলিশ রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম মিলনকে আটক করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপরে হামলা, চাঁদাবাজি, মালামাল লুট ও প্রাণনাশের ঘটনাসহ কয়েকটি মামলায় তাকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। পরে চলতি বছরের ২১ জানুয়ারি যশোরে কয়েকটি মামলা নিষ্পত্তির জন্য এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শহিদুল ইসলাম মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসেন।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, গত বছর ২২ জুন যশোর বেজপাড়া এলাকার বাসিন্দা ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পদক এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের-২ বিশেষ পিপি মরহুম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল একটি চাঁদাবাজি মামলা করেছিলেন শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে। এছাড়া গত ২০ আগস্ট ঘর ভাংচুরসহ টাকা লুট ও হুমকির ঘটনায় দায়েরকরা আরো একটি মামলার আসামি মিলন। এই দুই মামলায় তাকে আটক দেখিয়ে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ