আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১৮

যশোর জেলা আওয়ামীলীগ বরাবর আবেদন ফরম জমা দিলেন শাহারুল ইসলাম

খান জাহান আলী ২৪/৭ নিউজ : উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যশোর সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। যশোর জেলা আওয়ামী লীগের পক্ষে এ আবেদন পত্রটি গ্রহন করেন যশোর জেলা আওয়ামীলীগের  প্রচার সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ যশোর জেলা শাখার রাজনৈতিক কার্যালয়ে এ ফরম জমা দেন তিনি।

এর আগে যশোরের সদর উপজেলা জেলাসহ দেশের মোট ১০টি জেলার আটটি উপজেলার চেয়ারম্যান ও দুটি উপজেলার ভাইস চেয়ারম্যানের শূণ্য পদে নির্বাচনের তফশিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলায় নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন। ১৪ সেপ্টেম্বর ১৭,০০,০০০০,০৭৯,৪০,০২৮, ১৯-৮৮ স্মারকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মা্সে আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবেদন ফরম জমা দানকালে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকলীগের আবু মতলেব বাবু, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান সহ অন্যান্যরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত