আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪৭

যশোর জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ০১টা বিদেশী পিস্তল ও ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার- ০২

 

যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ওসি ডিবি রুপণ কুমার সরকার, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই সোলায়মান আক্কাস টিমসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৯/০৪/২২ তারিখে ২৩:৪৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাহাদাৎ এর মোড়ে বেনাপোল বাজার টু দৌলতপুর পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত সন্ত্রাসী (১) রমজান মোল্লা (২৬), পিতা- জাকির হোসেন, সাং- দৌলতপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ০১ টা আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল উদ্ধারসহ গ্রেফতার করে।
পৃথক অভিযানে এসআই শফি আহমেদ রিয়েল টিমসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০/০৪/২২ তারিখে ০০:২০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া সাকিনস্থ জনৈক শামসুল মোড়লের পতিত জমিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ওবায়দুর রহমান @ ওবায় (২৪), পিতামৃত- গোলাম হোসেন, সাং- দৌলতপুর দক্ষিণপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা।

উদ্ধার অভিযান ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথকভাবে নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত