আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:২৩

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় পন্য সহ গ্রেফতার-০৮।

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় পন্য সহ গ্রেফতার-০৮।

মঙ্গলবার ১৮ এপ্রিল যশোর জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ লক্ষ্য টাকার ভারতীয় চোরায় পন্য সহ ৮ জনকে গ্রেফতার করছে।যশোর জেলা ডিবি পুলিশের এসআই নিতাই চন্দ্র দাস, রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক, গৌরাঙ্গ কুমার মন্ডলদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অদ্য ভোর রাত ৫:০৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের তাইজেল হোসেন এর ডায়মন্ড আবাসিক হোটেল এবং মোহাম্মদ আলী মিঠুনের নাহিদ আবাসিক হোটেলেের মধ্যে হতে চোরাকারবারি চক্রের সদস্য মোস্তাকিন আরাফাত সালেহীন, সেলিম হোসেন, সুমন তালুকদার , সমির হালদার, এনামুল হক,খবির উদ্দিন খান,ইসহাক চৌধুরী, তানভীর আক্তার ভারতীয় অবৈধভাবে পাচারকৃত শাড়ী- ৫৫ পিস, লেহেঙ্গা,থ্রি-পিস- ৫৫১,চুড়ি- ১২ বান্ডিল,ইমিটেশন গহনা- ২ বান্ডিলসহ গ্রেফতার করে যশোর জেলা ডিবি পুলিশ। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯,১৩,১০০/= (নয় লক্ষ তের হাজার একশত) টাকা।
চোরায় পন্য চোরাচালান সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত