আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২২

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে বার্মিজ চাকু সহ ৩ জন আটক।

যশোরে দুইটি বার্মিজ চাকুসহ তিন দুর্বৃত্তকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়। পরে মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর শহরের আরবপুর পাওয়ার হাউজপাড়ার হামজা হাসানের ছেলে জাহিদ হোসেন, শংকরপুর আশ্রম রোডের মৃত মুরাদ আলীর ছেলে শুকুর আলী এবং রেলগেট পশ্চিমপাড়ার জিন্নাত সরদারের ছেলে মহন সরদার।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাতে আরবপুর পাওয়ার হাউজপাড়ার রঙধনু গলির ড্রাইভার সরোয়ার হোসেনের বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছে। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->