আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:২৯

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম সম্পাদক সেলিম রেজা

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল আলম মিন্টু। সাধারণ সম্পাদক হয়েছেন সেলিম রেজা মিঠু। নয় হাজার একশ’ ৪৩ জন ভোটারের মধ্যে সাত হাজার ছয়শ’ ৪৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করেছেন। নির্বাচনে ১৭টি পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে আজিজুল আলম মিন্টু দোয়াত কলম প্রতীকে চার হাজার একশ’ চার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান সভাপতি মামুনুর রশিদ বাচ্চু মিনার প্রতীকে পেয়েছেন দু’ হাজার আটশ’ ৪৩ ভোট।
সহসভাপতির তিনটি পদে লড়েছেন আটজন। এর মধ্যে আবু হাসান আনারস প্রতীকে পেয়েছেন দু’হাজার আটশ’৭৫, শাহেদ হোসেন জনি হেলিকপ্টার প্রতীকে দু’ হাজার সাতশ’ ৩৪ ও রবিউল ইসলাম লবিন তবলা প্রতীকে দু’ হাজার চারশ’ ৭৮ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
তাদের নিকটতম প্রার্থী রতন অধিকারী মই প্রতীকে দু’ হাজার দুশ’ ৫৪, জাহিদ হোসেন চরকা প্রতীকে এক হাজার ছয়শ’ ২০, মারুফ হোসেন বটগাছ প্রতীকে এক হাজার দুশ’৬৩,শেখ আব্দুল হাকিম টায়ার প্রতীকে এক হাজার একশ’ ৯৮ এবং ওমর আলী হাত পাখা প্রতীকে পাঁচশ’ ৯৮ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’জন। এর মধ্যে সেলিম রেজা মিঠু ডালরেঞ্জ প্রতীকে চার হাজার আটশ’ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন পেয়েছেন দু’ হাজার তিনশ’ ৯১ ভোট।
যুগ্ম সম্পাদকের একটি পদে লড়েছেন চারজন, এর মধ্যে ষষ্টি দত্ত তরবারি প্রতীকে দু’হাজার আটশ’ ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে রবিউল ইসলাম মিন্টু গাজী মোরগ প্রতীকে দু’হাজার দুশ’ ৯০, সেলিম রেজা বিপ্লব মোমবাতি প্রতীকে সাতশ’ ১১ ভোট,আসাদুজ্জামান গরুর গাড়ি প্রতীকে একশ’ ৪১ ভোট পেয়েছেন।
সহসাধারণ সম্পাদকের দু’টি পদে লড়েছেন আটজন। এদের মধ্যে কামরুল ইসলাম হাতুড়ি প্রতীকে দু’ হাজার ৯২ ও মুজিবর রহমান হাঁস প্রতীকে এক হাজার আটশ’ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে আব্দুর রহমান মিন্টু পেয়েছেন এক হাজার পাঁচশ’ ৫৮, রকিবুল হাসান ডাবলু তালা প্রতীকে নয়শ’ ৩০, অসিত কুমার বিশ্বাস সিংহ প্রতীকে আটশ’ নয়, রফিকুল ইসলাম খান ময়ূর প্রতীকে সাতশ’ ৮৯, আরসাদ আলী প্রজাপ্রতি মার্কায় সাতশ’ ২৪ ও রমজান আলী খান টিউবয়েল প্রতীকে পেয়েছেন ছয়শ’ ৮৮ ভোট।
সাংগঠনিক সম্পাদকের একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দু’জন। এ পদে মাইক প্রতীকে হারুনার রশিদ ফুলু তিন হাজার একশ’ ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী পেয়েছেন টিপু সুলতান কোদাল প্রতীকে দু’ হাজার আটশ’ ২৮ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদকের একটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে একতারা প্রতীকে মিজানুর রহমান মিজু এক হাজার নয়শ’ ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহাজান কুড়াল প্রতীকে এক হাজার দুশ’ ৬৪, আব্দুর রহিম খাঁ বাবু খেজুর গাছ প্রতীকে সাতশ’ এক, সুব্রত ঘোষ দেয়াল ঘড়ি প্রতীকে ছয়শ’ নয়,  আবু মোহাম্মদ হেদায়েতুল্লাহ হৃদয় মাছ প্রতীকে চারশ’৫৬ এবং আজিজুর রহমান রিপন কলা প্রতীকে পেয়েছেন চারশ’ ১০ ভোট।
কোষাধ্যক্ষ পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বাইসাইকেল প্রতীকে আব্দুল ওয়াদুদ দু’ হাজার একশ’ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শহিদুল ইসলাম স্লাইরেঞ্জ মার্কায় এক হাজার আটশ’ ৯৭ ও নজরুল ইসলাম বাবলু পাটোয়ারী টেবিল ফ্যান প্রতীকে এক হাজার একশ’৩৪ ভোট পেয়েছেন।
কার্যকরী সদস্যের ছয়টি পদে ২৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মিজানুর রহমান মিজান ঘুড়ি প্রতীকে এক হাজার সাতশ’৯৯, তরিকুল ইসলাম ছাতা প্রতীকে এক হাজার সাতশ’ ১৪, আম প্রতীকে রবিউল ইসলাম ১৬শ’ ৯১, আব্দুর রাজ্জাক উট প্রতীকে ১৪শ’২৪, আব্দুর রউফ পাঞ্জা প্রতীকে ১৪শ’১২ এবং বাঘ প্রতীক নিয়ে আসিফ খান ১৩শ’ ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, শনিবার সকাল থেকে একশ’৬০ জন কর্মকর্তা নিয়ে ১৬টি টেবিলে বিভক্ত হয়ে ভোট গণনা শুরু হয়। সকলের সহযোগিতায় ফলাফল ঘোষণা করা হয় রাতে সাড়ে সাতটার পরে। শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত যশোর সরকারি সিটি কলেজে এ নির্বাচনে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত