আজ - রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:৫৫

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুরস্কৃত হলেন যারা

অদ্য ০৮/০২/২০২২খ্রিঃ দুপুর ১১.০০ ঘটিকায় পুলিশ অফিস কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলার সকল ইউনিট প্রধান কর্মকর্তাগণের উপস্থিতিতে জেলার মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ সভার শুরুতেই গত মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

অপরাধ সভায় জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয় এবং তাদের হাতে ক্রেস এবং অর্থ পুরস্কার তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

জানুয়ারি/২০২২ খ্রিঃ মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশিং কাজের সাফল্য অর্জনের জন্য শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-

১।বিশেষ পুরস্কার জনাব রেশমা শারমিন, পিপিএম মহোদয়, পুলিশ সুপার, পিবিআই, যশোর।

২।অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, জনাব জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

৩।অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন, জনাব মোঃ মামুন খান, সাবেক অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানা,(বর্তমান অফিসার ইনচার্জ শার্শা যশোর)।

৪।বিশেষ পুরস্কার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর।

৫।অভিন্ন মানদন্ডের আলোকে বিশেষ পুরস্কার ইন্সপেক্টর (নিরঞ্জ)/ জনাব রুপণ কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর।

৬।বিশেষ পুরস্কার এসআই(নিঃ)/ জনাব মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর।

৭।বিশেষ পুরস্কার এসআই(নিঃ)/ জনাব মোঃ শামীম হোসেন, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর।

৮।বিশেষ পুরস্কার এসআই(নিঃ)/ জনাব মোঃ শফি আহমেদ রিয়েল, জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর।

৯।জেলার শ্রেষ্ঠ হয়েছেন এসআই(নিঃ)/ জনাব তুহিন বাওয়ালী, কোতয়ালী মডেল থানা, যশোর।

১০। জেলার শ্রেষ্ঠ হয়েছেন এএসআই(নিঃ)/ জনাব মোঃ মুরাদ শেখ, বেনাপোল পোর্ট থানা, যশোর।

১১। শ্রেষ্ঠ বিট কর্মকর্তা হয়েছেন এসআই(নিঃ)/ মোকারম আলী, ইছালী পুলিশ পুলিশ ক্যাম্প, কোঃ মডেল থানা, যশোর।

এছাড়াও অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ ও চৌকস গ্রাম পুলিশ হলেন- (ক) জনাব মোঃ জলিল হোসেন, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন, বেনাপোল পোর্ট থানা, যশোর, (খ) জনাব মোঃ তরিকুল ইসলাম, ৭নং চুড়ামনকাটি ইউনিয়, কোতয়ালী মডেল থানা, যশোর, (গ) জনাব মোঃ আয়নাল হোসেন, ১০নং চাঁচড়া ইউনিয়ন, কোতয়ালী মডেল থানা, যশোর।

পরবর্তীতে যশোর জেলা হতে ২০২২ সালের পুলিশ সপ্তাহে আইজি ব্যাজ প্রাপ্ত এসআই মফিজুল ইসলাম, পিপিএমকে ব্যাজ পরিয়ে দেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, যশোর, জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর, জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ জাহাংগীর আলম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর , জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার,

“নাভারন” সার্কেল, জনাব আলী আহমেদ হাশমি, সিনিয়র সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, যশোর, জনাব আশেক সুজা মামুন, সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর, আরআই পুলিশ লাইন্স, যশোর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, যশোর, সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন), আরও-১, রিজার্ভ অফিস যশোরসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।

আরো সংবাদ