আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৬

যশোর জেল গেট থেকে আলোচিত ভাইপো রাকিব আবারো গ্রেফতার।

যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিবকে ফের আটক করেছে পুলিশ। সোমবার আদালত থেকে জামিন পাওয়ার পর সন্ধ্যায় তিনি কারাগার হতে মুক্তি পান। কারাগার থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত। ভাইপো রাকিব একই এলাকার কাজী তৌহিদের ছেলে।

রাকিবের স্বজনরা জানান, সম্প্রতি ডিবি পুলিশ রাকিবকে বাড়ি থেকে আটক করে। আটক হওয়ার পর কারাগারে ছিলেন রাকিব। সোমবারই তিনি জামিনে বের হন। কিছু সময় পর ফের পুলিশ তাকে আটক করে।
কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ভাইপো রাকিবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। একাধিক মামলা রয়েছে এছাড়াও একটি মামলার সন্দেহভাজন আসামি তিনি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->