আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪৯

যশোর ঝিকরগাছা থেকে ৫ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক।

যশোরের ঝিকরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের স্বামী-স্ত্রীকে আটক করেছে। বুধবার দিনগত রাত (৬ নভেম্বর) রাত ২টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসেছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) এবং তার স্ত্রী ময়না পাখি (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার ও স্বামী-স্ত্রীকে আটক করে। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে এসেছে। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে। ঘটনার পর আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->