আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২৭

যশোর ডিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ২।

অভিযান-১ঃ শনিবার (০২ অক্টোবর ২১ খ্রিঃ) ডিবি যশোরের এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেন, এএসআই আজহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সকাল ০৮:৩০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন শিশু হাসপাতালের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মোটরসাইকেল চোর, মাদক ব্যবসায়ী (১) আবু বক্কর সিদ্দিক (৪৬), পিতামৃত- আরশাদ আলী, সাং- চিংড়াখালী, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৯,০০০/= (নয় হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৬টা মোটরসাইকেল চুরি মামলা, ০১টা ডাকাতি মামলা, ০১টা মাদক মামলা, ২ টা পুলিশ এ্যাসাল্ট মামলাসহ ১০ টা মামলা রয়েছে এবং শ্যামনগর থানায় ০৪টা ওয়ারেন্ট মূলতবী রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। অভিযান-২ঃশুক্রবার (০১ অক্টোবর ২১ খ্রিঃ) ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই এসএম ফুরকান আলীগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২২:৩০ ঘটিকায় মনিরামপুর থানাধীন কাশিমপুর গ্রামস্থ জনৈক লিয়াকত এর মুদি দোকানের পশ্চিম পার্শ্বে রাজগঞ্জ টু ঝিকরগাছা গামী পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) কামাল হোসেন (৪৯), পিতামৃত- আঃ মজিদ সরদার, সাং- কাশিমপুর, থানা- মনিরামপুর, জেলা-যশোরকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৯,০০০/= (নয় হাজার) টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ