আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:০৫

যশোর ডিবি’র পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ৫২ পিস ইয়াবা সহ আটক – ২

শুক্রবার ২০ মে যশোর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল ও ৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া ক্লাবপাড়ার ফজলুর রহমানের ছেলে রাব্বী রহমান ও চৌগাছা উপজেলার পশ্চিম কারিগর পাড়ার নিসার উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  চৌগাছা থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ২১ মে এসআই আরিফুল ইসলামসহ একটি টিম ভোর সাড়ে ৪ টায় চৌগাছা থানাধীন ফুলসারা গ্রামের চুড়ামনকাটি টু চৌগাছা গামী রোডের মাহাতাব মুন্সির মোড় থেকে আবু বক্কার সিদ্দিককে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে, ডিবি’র অপর একটি টিম শুক্রবার ২০ মে সন্ধ্যায় ৭ টার পর চৌগছা পুড়াপাড়া খালপাড়াস্থ পুড়াপাড়া থেকে শাহপুর গামী রোডের  বাহার মিয়ার ধানী জমির সামনে থেকে রাব্বি রহমানকে ৫২পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত