আজ - রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৪৫

যশোর ডিবি পুলিশের অভিযানে ৪১টি প্রতারনা মামলার আসামী দেলোয়ার আটক।

চিহ্নিত প্রতারক ও ৪১ মামলার আসামি যশোরের দেলোয়ারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি নিজের নাম পরিবর্তন করে তুহিন নামে আত্মগোপনে ছিলেন।

যশোরের ডিবি পুলিশ বুধবার রাত ৩টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৪১ টা মামলা রয়েছে এমনকি পঁচিশটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। দেলোয়ার যশোর সদর উপজেলার হাতি ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞা জানান, অবস্থান শনাক্তের পর তিনি সহ ডিবির এসআই শেখ আবু হাসান, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ এবং এএসআই নাজমুল ইসলাম দ্রুত গাজীপুরে রওনা দেন। এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি তুহিন নামে পরিচিত ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, দেলোয়ার হাসান একসময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে চাকরিচ্যুত হয়। ব্যাংকে কর্মরত থাকার সময় সে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিল বলে অভিযোগ রয়েছে। অনেকেই তার বিরুদ্ধে মামলা করে। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে এক চল্লিশটি মামলা রয়েছে। তার মধ্যে ২৫ টির সাজা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত