বুধবার যশোর ঝিকরগাছা ও নাভারণ এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ড সম্বলিত একটি প্রাইভেটকারে কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে। ডিবি পুলিশের দল ঐ গাড়ীসহ মাদক কারবারীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ঝিকরগাছা এলাকায় চেকপোষ্ট বসিয়ে গাড়িসহ মাদক কারবারীদের গ্রেফতারের চেষ্টা করেন। মাদক কারবারীরা টের পেয়ে গাড়িটি নিয়ে ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর সাকিনস্থ রহমানের মেহেগুনি বাগানের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ডিবি’র টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহযোগীতায় গাড়িটি তল্লাশী করে ১৯৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ডসহ প্রাইভেটকার বিভিন্ন আলামত জব্দ করেন।
গাড়িটি তল্লাশীকালে আক্তারুল ইসলাম, পিতা-রিজাউল ইসলাম, মাতা-ঝর্ণা খাতুন, সাং- রাজনগর, থানা-শার্শা, জেলা-যশোর নামীয় একটি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, আক্তারুল ইসলামের নামীয় দৈনিক খবরের আলো প্রেস আইডিকার্ড, সাংবাদিক মাইক্রোফোন জব্দ করেন। স্থানীয় গোপন ও প্রকাশ্য প্রাথমিক তদন্তে ডিবি পুলিশ জানতে পারে, আক্তারুল ইসলাম ভুয়া সাংবাদিক পরিচয় বহন করে ছদ্মবেশ ধারন করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসা পরিচালনা করে আসতেছে। পলাতক আক্তারুল ইসলামকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।