আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:১৯

যশোর দেয়াড়ায় প্রবাসীকে নির্মম হত্যাকারী ফারাবী আটক।

পরকীয়ার জেরে প্রেমিকার প্রবাসী স্বামীকে হত্যা, যুবক গ্রেফতার
যশোরে পরকীয়ার জেরে প্রেমিকার স্বামী সোহেল রানাকে হত্যার দায়ে মূল আসামি ফারাবী হোসেনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়।
যশোরে প্রবাসী সোহেল হত্যা মামলার আসামি ফারাবী হোসেন।

শনিবার (১৫ এপ্রিল) কোতোয়ালি থানার এসআই মাইদুল ইসলাম ও সালাউদ্দিন খান কেএমপি খুলনার গিলেতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ফারাবী হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

রোববার (১৬ এপ্রিল) যশোর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

তিনি বলেন, যশোর সদর উপজেলা দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামে পরকীয়া প্রেমের জের ধরে ফারাবী প্রেমিকার স্বামী সোহেল রানাকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের মূল আসামি ফারাবীকে গ্রেফতারের জন্য রাজশাহী, কুষ্টিয়া ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পরে খুলনার এক স্কুল থেকে ফারাবীকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে।

গত ১২ এপ্রিল পরকীয়ার জেরে যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে সোহেল রানা (৪০) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি যশোর সদর উপজেলার হালসা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। পাঁচ বছর দুবাই প্রবাসী ছিলেন সোহেল। দুই মাস আগে দেশে ফেরেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত