আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:৫৩

যশোর দোকান খুলবে সীমিত ইজিবাইক চলবে অর্ধেক।

আবুল বারাকাত।। যশোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দোকানপাট ক্যাটাগরিভিত্তিতে সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্যের দোকান সপ্তাহে দুইদিন করে খোলা রাখার ব্যবস্থা হতে পারে।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর সার্কিট হাউজে ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আজকের সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। তার মধ্যে রয়েছে, শহরে ইজিবাইকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। ছোট এই গণপরিবহনে যাত্রী সংখ্যা কমানোর সিদ্ধান্তও হয়েছে।
অন্যদিকে, অভয়নগরের নওয়াপাড়া শহরসহ যেসব এলাকায় করোনা রোগী দ্রুত বাড়ছে, সেসব স্থান লকডাউন করা হবে। জেলাজুড়ে বাইরে বেরুনো লোকজনকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রশাসনিক তৎপরতা ও আইনি ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে। ব্যাংক, পোস্ট অফিসসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, দরকারি উদ্যোগ নেওয়া হবে সেবিষয়েও।
আজকের সভায় সভাপতিত্ব করেন ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বেলা সাড়ে ১২টায় শুরু হয়ে সভা শেষ হয় দুইটায়।
সভা শেষে জেলা প্রশাসক বলেন, ‘যশোর শহরের বাজার এলাকায় কোনোভাবেই মানুষের ভিড় কমানো যাচ্ছে না। সেই কারণে রোটেশনভিত্তিতে দোকানপাট খোলা রাখার কথা হয়েছে। ট্রায়াল বেসিসে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এক্ষেত্রে পৌরসভার মেয়র ও প্রেসক্লাব সভাপতি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি দাঁড় করাবেন।’
তিনি জানান, রাস্তায় ইজিবাইকের সংখ্যা ও যাত্রী কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি বাস্তবায়ন করবেন পৌরসভার মেয়র।
এছাড়া অভয়নগরের নওয়াপাড়া পৌরসভাসহ উপজেলার কয়েকটি এলাকায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। নওয়াপাড়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডসহ যেসব এলাকায় রোগীর সংখ্যা বেশি, সেখানে লকডাউন করা হবে।
জেলা প্রশাসক জানান, জনসাধারণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে অভিযান জোরদার করা হবে। এছাড়া লকডাউনসহ স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সুচারুরূপে বাস্তবায়নের জন্য পৌরসভার স্বাস্থ্যকর্মীরা জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
কিন্তু যশোর শহরের ঠিক কোন এলাকায় রোটেশনভিত্তিতে কীভাবে দোকানপাট খোলা হবে তা খানিকটা অস্পষ্ট।
এই বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, দোকানপাট খোলা থাকবে সপ্তাহের ছয়দিন। কিন্তু কোনো দোকান ছয়দিনই খোলা থাকবে না। এক্ষেত্রে পণ্যভিত্তিক রোটেশন তৈরি করা হবে। ব্যবসায়ীদের সংগঠনগুলো এই প্রস্তাব তৈরি করবে। ইতিমধ্যে ব্যবসায়ীদের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে।
যোগাযোগ করা হলে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এই বিষয়ে বলেন, ‘ব্যবসায় প্রতিষ্ঠানগুলো খোলা থাকে সপ্তাহের ছয়দিন। বাজারে নানা ধরনের দোকানপাট আছে। এক্ষেত্রে পণ্যের ভিত্তিতে ক্যাটাগরি তৈরি করা হবে। এক ধরনের দোকান হয়তো সপ্তাহে দুইদিন করে খোলা থাকবে।’
উদাহরণ হিসেবে তিনি বলেন, কম্পিউটার বা ইলেট্রনিক্সের দোকান যদি শনি ও রোববার খোলা থাকে, পোশাকের দোকান হয়তো সোম ও মঙ্গলবার খোলা থাকবে। এভাবে সিদ্ধান্ত কার্যকর করা হবে। সভার এই সংক্রান্ত বিষয়াদি ইতিমধ্যে বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে এটি কার্যকর করা হবে।
ইজিবাইক চলাচল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে জানতে চাইলে মেয়র বলেন, ‘যশোর পৌরসভার তালিকাভুক্ত ইজিবাইক আছে প্রায় তিন হাজার। রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী প্রথম দেড় হাজার হয়তো আজ চললো। তাহলে দ্বিতীয় দেড় হাজার চলবে আগামীকাল।’
ইজিবাইকে এখন যেভাবে যাত্রী পরিবহন করা হয়, সেক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, পুলিশের ট্রাফিক বিভাগের সহায়তায় পৌরসভার কর্মীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। বিষয়টি জনসাধারণকে জানানোর জন্য শহরে মাইকিং করা হবে।
মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কীভাবে বাধ্য করা হবে জানতে চাইলে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন করতে তারা কাজ করবেন। দরকার হলে আইনের প্রয়োগও করা হবে।
ইজিবাইকে যাত্রী সংখ্যা কমিয়ে অর্ধেকে নামানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যানবাহনে একসঙ্গে তিনজনের বেশি যাত্রী বহন করা যাবে না।
যশোর শহরের ঠিক কোন এলাকায় দোকানপাট রোস্টারের ভিত্তিতে খোলা হবে, তা অবশ্য স্পষ্ট নয় সিভিল সার্জনের কাছেও। তিনি বলেন, ‘বেশি ভিড় দেখা যাচ্ছে বড়বাজার থেকে মাইকপট্টি এলাকা পর্যন্ত। মাঝে জেস টাওয়ার, সিটি প্লাজা, চৌরাস্তা, চিত্রা মোড়, দড়াটানা ব্রিজ পর্যন্ত। এই এলাকায় জনসমাগম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেই মনে হয়। পৌরসভার মেয়র ও প্রেসক্লাব সভাপতি বিষয়টি দেখবেন।’
এদিকে, ব্যাংক, পোস্ট অফিসসহ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না বলে আজকের সভার আলোচনায় উঠে আসে। এই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বসে জেলা প্রশাসক কর্মপরিকল্পনা ঠিক করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।
অভয়নগরে উদ্বেগজনক হারে করোনাভাইরাস রোগী বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেখানকার সুনির্দিষ্ট এলাকায় কঠোরভাবে লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়ে সিভিল সার্জন বলেন, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বিষয়টি দেখভাল করবেন।
আজকের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যশোরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক কবির আহম্মেদ, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রতিনিধি ডা. গোলাম মোর্তজা, ডা. মীর আবু মাউদ প্রমুখ।
এর আগে যশোর জেলাকে একদফা লকডাউন করা হয়েছিল। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে দোকানপাট বিকেল চারটা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু বাজারে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় ঈদের আগে নিত্যপণ্যের দোকান ছাড়া বন্ধ করে দেওয়া হয় অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত