
যশোরের ধর্মতলায় আলোচিত মাংস ব্যবসায়ী নজরুল ইসলামের জবাইস্থল থেকে বাছুর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্মতলা বাজারে মা-বাবার দোয়া মিট হাউজে এই বাছুর পাওয়া যায়। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে বলছে, দীর্ঘদিন ধরে নজরুল এ কর্মকাণ্ড করে যাচ্ছে।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে টাস্কফোর্স টিম সেখানে অভিযান চালায়। তবে, ওইসময় পালিয়ে যান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানে উপস্থিত লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় গরুর বাচ্চা পড়ে আছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান মালিককে ফোন করে আসতে বললে তিনি ১০ মিনিট পর আসছেন বলে আর আসেননি। পরে দোকানে থাকা ১২ কেজি গরুর মাংস ধ্বংস ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম প্রমুখ।