আজ - মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৫২

যশোর নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে অজ্ঞাত কিশোরের দেহ উদ্ধার।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন মার্কেট থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি এমাদুল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সবুজ নামে এক ব্যক্তি জানান, শুক্রবার ঢাকার একটি ট্রেনে চড়ে ওই কিশোর নওয়াপাড়া রেলস্টেশনে আসে। ঠিকানা জানতে চাইলে সে জানায়, তার বাড়ি রংপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নির্মাণাধীন মার্কেটের সামনে শীতে কাঁপতে থাকা অবস্থায় কিশোরটিকে দেখতে পান। পরে দুপুরের দিকে সে চিৎকার করতে থাকে।

পুলিশ জানায়, মরদেহের পাশে কোনো দাগ বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীত ও অভাবজনিত কারণে কিশোরটি অসুস্থ হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হতে সংশ্লিষ্ট থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত