যশোর সদর উপজেলার ফতেপুর বাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোরগামী নড়াইলের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৭৮৭) ও ঢাকাগামী হামদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-গ-১১-০২৬৮) ফতেপুর বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই যানবাহনের চালক ও সহকারীসহ মোট ছয়জন আহত হন।আহতদের মধ্যে গুরুতর চারজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন– শরিফুল (৪০), বাসের চালক; জব্বার হোসেন (৩৮), বাসের সুপারভাইজার; তরিকুল ইসলাম (৩৮), বাসের সহকারী ইসমাইল (৪০), ট্রাক চালক। আহতরা যশোর, বাঘারপাড়া ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে নিজ গন্তব্যে ফিরে গেছেন।
দুর্ঘটনার পর বাস ও ট্রাক ঘটনাস্থলেই রয়েছে বলে জানান আহতরা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।