আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:১২

যশোর নরেন্দ্রপুরে মাটির ব্যবসায় আধিপত্য বিস্তারে যুবক খুন!

আবুল বারাকাত (যশোর থেকে) :: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি (২২) নামের এক যুবক খুন হয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাষ্টারবাড়ি মোল্যাপাড়ার আমতলায় এ ঘটনা ঘটেছে।

নিহত জনি পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তাড়ুয়া পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম সবুজ হাসানসহ দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা জিএম সবুজ হাসান ও শাহিন আলম মাটি কেনাবেচার ব্যবসা করেন। তারা বিভিন্ন গ্রাম থেকে মাটি কিনে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন।সম্প্রতি নরেন্দ্রপুরের হাসিবের জমির মাটি কিনতে চান দুইজনই। এনিয়ে বিরোধের সৃষ্টি হলে সোমবার সন্ধ্যার পর নরেন্দ্রপুর মাস্টারপাড়ায় দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসে।সেখানে শাহিন আলম মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রেকারে করে ২০/২৫ জন নিয়ে আসে। বৈঠকে সবুজের পক্ষে ছিল জনি। বৈঠক চলাকালে শাহিনের পক্ষের কয়েকজন জনিকে ডেকে পাশে নিয়ে বুকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা বলেন, মাটি ব্যবসাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে কোলাহলের জের ধরেই এ খুন হয়। দুটি গ্রুপের আধিপত্য বিস্তারের নেশায় সংঘর্ষে লিপ্ত হয় তারা।

নরেন্দ্রপুর ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য সুজিত বিশ্বাস বলেন, গতকাল রাত ০৯ টায় নরেন্দ্রপুর মোল্যা পাড়ায় এক যুবকের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রাস্তার উপর এক যুবককে ২০/২৫ জন মারপিঠ করছে। এরপর গ্রামবাসীদের ধারওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী এগিয়ে গিয়ে জনিকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পায়।

এলাকাবাসী জানান, হামলাকারীরা Suzuki Gixxer Red colour এর একটি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায়।মোটর সাইকেলটি নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি শাহীন আলমের বলে ধারণা করছেন স্থাণীয়রা।


খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত ৩টার দিকে মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালে মর্গে নেয় পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আহসান উল্লাহ বলেন, ‘জনি নামে এক যুবক খুন হয়েছেন। কী কারণে এবং কারা খুনের সঙ্গে জড়িত সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই গোলাম মোর্তজা বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।আমাদের উর্ধতন কর্মকর্তাগণ তদন্ত শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।ঘটনাস্থল থেকে জব্দকৃত মোটর সাইকেলটি থানায় আছে।  

আরো সংবাদ