আজ - বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৫৩

যশোর নরেন্দ্রপুর রুপদিয়ায় সড়কে গেলো গৃহবধূর প্রান।

যশোর সদরে তাসলিমা বেগম (৩৭) নামে এক গৃহবধূ মাটি বহনকারী টলির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া নাম স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মাটিবাহী টলি তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

তিনি সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের হেয়াদেত মোল্লার স্ত্রী।

পুলিশ জানিয়েছে-লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক টলি চালককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ