যশোর সদরে তাসলিমা বেগম (৩৭) নামে এক গৃহবধূ মাটি বহনকারী টলির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া নাম স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মাটিবাহী টলি তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
তিনি সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের হেয়াদেত মোল্লার স্ত্রী।
পুলিশ জানিয়েছে-লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক টলি চালককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।