আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৫

যশোর নড়াইল মাগুরার ২২+৭+১৯ নমুনা পজেটিভ

যশোর বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবের পরীক্ষায় আরো ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে পরীক্ষা শেষে রোববার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শনিবার তাদের ল্যাবে তিন জেলার মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৩টি নমুনা নেগেটিভ ফল দিয়েছে।

এদিন যশোরের ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২টির ফল পজেটিভ হয়। এছাড়া মাগুরার ১৫টির মধ্যে ৭টি এবং নড়াইলের ৪৪টির মধ্যে ১৯টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, শনিবার বিকেল পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৪৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৮৫ জন।

আরো সংবাদ