আজ - সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৩৫

যশোর পাগলাদাহ রিপন হত্যাকান্ড ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা।

যশোর সদরের পাগলাদহ গ্রামের রিপনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার আহত রিপনের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মিলন আহমেদ।

আসামিরা হলো, পাগলাদহ গ্রামের শামীমের ছেলে পিয়াল, গহরের ছেলে আরিফ ও বাচ্চুর ছেলে মেহেদী।
মামলার অভিযোগে জানা গেছে, রিপনের সাথে আমামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রিপনের ছেলে আপনকে হত্যার হুমকি দিয়ে আসছিল আসামিরা। গত ৩১ মার্চ সন্ধায় আসামিরা রিপনের বাড়ির সামনে এসে ছেলের নাম ধরে গালিগালাজ করছিল। এ সময় বাড়ির থেকে বের হয়ে রিপন গেটের সামনে আসলে আসামিরা ছুরিকাঘাতে গুরুতর জখম করে। রিপনের চিৎকারের বাড়ির লোকজন বেরিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর রিপনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রিপন কিছুটা সুস্থ্য হলে তার স্ত্রী থানায় মামলা করতে গেলে কতৃপক্ষ গ্রহন না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত