আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৩

যশোর পৌরপার্কের পুকুরে নিখোঁজ ক্যাডেট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যশোর পৌরপার্কের পুকুরে ডুবে নিখোঁজ হওয়া ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী তানভির ফারহান শুভ’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে খুলনা থেকে আসা নৌবাহিনীর ডুবুরি দল তার মরদেহটি উদ্ধার করে।  শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে রায়হান তার কয়েকজন বন্ধুকে নিয়ে পৌরপার্কের পুকুরে নামে গোসল করতে।  সাঁতার কাটার এক পর্যায়ে ডুবে যায় রায়হান।

অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না মেলায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তবে দীর্ঘ চেষ্টা করেও তারা উদ্ধার করতে পারেননি রায়হানের মরদেহ। পরে খুলনা থেকে আসা নৌবাহিনীর ডুবুরি দল রাত দুইটার দিকে তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

মৃত্যুবরণকারী রায়হান  বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আকরাম হোসেনের ছেলে। তাদের বাড়ি যশোর শহরতলীর আরবপুর এলাকায়।।

আরো সংবাদ