আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৫৯

যশোর পৌর নির্বাচনে কে পাচ্ছেন নৌকা? নির্ধারণ হবে আজ

যশোর পৌরসভায় কে পাচ্ছেন নৌকা, তা নির্ধারণ হবে আজ (শনিবার)। ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিৎ করেছে।
যশোর পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। গত ১৯ জানুয়ারি তফশিল ঘোষণা করা হয়। তাতে বলা হয়েছে, যশোর পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ।
ঢাকা থেকে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র আহবান করে। ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আবেদন ফরম কেনা এবং জমা দেয়া হয়। শনিবার ৩০ জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সে সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাতের মধ্যে অথবা, কোনো কারণে বিলম্ব হলে আগামীকাল ৩১ জানুয়ারি যশোরসহ সব পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। তবে ঘোষিত প্রার্থীর তালিকা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত রদবদল হতে পারে।
যশোর পৌরসভায় মেয়র পদে যারা দলীয় মনোনয়ন চান, তাদের অনেকেই ইতিমধ্যে ঢাকায় অবস্থান নিয়ে সর্বশেষ দেন-দরবার করছেন। এ নির্বাচনে এ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আটজনের নাম শোনা গেছে। তারা হলেন, বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর কবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও তিন নম্বর ঘোপ ওয়ার্ডের কাউন্সিলর মোকছিমুল বারী অপু।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত