আজ - মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪৬

যশোর পৌর পার্কের ভেতরে কলেজছাত্রীকে উত্যক্ত করা বখাটে যুবক আটক

 

যশোর পৌর পার্কের ভেতরে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে উত্যক্ত করতে যেয়ে, জনতার হাতে ধরা খেয়েছেন এক বখাটে যুবক।

বখাটে যুবকের পরিচয় মামুন, খুলনার কয়রা উপজেলার পথেরকাঠি এলাকার জলিল মোড়লের ছেলে। বর্তমানে যশোর শহরের রেল স্টেশন এলাকায় থাকে সে। পেশায় সে রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী জানান, ওই ছাত্রীর বাড়ি যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায়। তিনি পৌর পার্কের পাশের একটি কোচিং সেন্টারে লেখাপড়া করতে আসেন। বেশ কয়েকদিন ধরে বখাটে মামুন কোচিং সেন্টারে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করে আসছিল। রোববার দুপুর ১২টার দিকে তিনি এক মেয়ের সাথে করে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন। পৌর পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় বখাটে মামুন তাকে ফের উত্যক্ত করে। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মামুনকে হাতেনাতে আটক করেন। পরে উত্যক্ত কারিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরো সংবাদ