আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৯

যশোর প্রেসক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোরের প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।

গত ৫ জুন জাহিদ হাসান টুকুনের শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তিনি তার শরীরের নমুনা
খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করতে দেন। পরীক্ষার রেজাল্ট আসলে তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, শারীরিকভাবে সুস্থ আছেন ‘যশোর জেলা করোনাভাইরাস প্রতিরোধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি’র এই সদস্য। সিভিল সার্জন আরও বলেন তিনি নিজেও জাহিদ হাসান টুকুনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।
এদিকে, জাহিদ হাসান টুকুন জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা ভালো আছে। সিনিয়র ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থতা কমনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত