আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৪৭

যশোর বাঘারপাড়ায় পুলিশ পরিচয়ে ভয়াবহ ডাকাতি।

যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রামে দুই সহোদরের বাড়িতে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ১২-১৪ জনের একটি দল ছয়টি মোটরসাইকেলে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে প্রায় ৪৫ মিনিট ধরে তাণ্ডব চালায়।

ডাকাতির শিকার দুই সহোদর পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করা হয়েছে।

ডাকাতরা ভোর সোয়া ৪টার দিকে দরজা নক করে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা জানায়, ঘরে চট্টগ্রামের একটি সশস্ত্র দল লুকিয়ে রয়েছে এবং তল্লাশি চালানোর জন্য তারা এসেছে। ভেতরের লোকজন দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে ভয়ে দরজা খুলে দিলে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে।

ডাকাতরা বিশ্বনাথ দেবনাথ ও তার ছেলেকে হাত-পেছনে হ্যান্ডকাপ পরিয়ে আটকে ফেলে। এরপর তারা আলমারির চাবি নিয়ে ঘরের প্রতিটি কক্ষ ও পারিবারিক মন্দির তছনছ করে।

ডাকাতরা বিশ্বনাথ দেবনাথের বাড়ি থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন লুট করে। অন্যদিকে, পশুপতি দেবনাথের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা, এবং দুইটি মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যায়।

বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি যশোর অঞ্চলে পুলিশ পরিচয়ে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২২ ডিসেম্বর যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় অনলাইন ব্যাংকিং ব্যবসায়ী মহিনুদ্দিনের কাছ থেকে মোবাইল ও ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ২৮ ডিসেম্বর ধুপখালী গ্রামে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ খোকনের বাড়িতে ডাকাতি এবং ২৬ ডিসেম্বর ছাতিয়ানতলা বাজারে একটি দোকানে চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসব ঘটনার তদন্ত চলছে। তবে এ ধরনের অপরাধ বাড়তে থাকায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত